রোববার (০৪ আগস্ট) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, ডেটনের ওরিগন জেলার ইস্ট ফিফথ স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলটি পুরোপুরিভাবে ঘিরে রেখেছে পুলিশ।
এ ঘটনার পেছনে একাধিক বন্দুকধারী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
ইতোমধ্যে আহতদের হাসপাতালে নেওয়ার কাজ শুরু হয়েছে। স্থানীয় হাসপাতালগুলোকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।
এর আগে শনিবার (০৩ আগস্ট) স্থানীয় সময় বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো সিটির ওয়ালমার্ট সুপার সেন্টারে এক বন্দুকধারীর হামলায় ২০ জন নিহত ও অন্তত ২৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে প্যাট্রিক ক্রুসিয়াস (২১) নামে এক তরুণকে আটক করা হয়েছে।
টেক্সাস হামলার কয়েক ঘণ্টার ব্যবধানেই ওহাইওতে ফের এ ধরনের হামলার ঘটনা ঘটলো।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯/আপডেট: ১৩৩০ ঘণ্টা
এসএ/