ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওহাইওতে বন্দুকধারীদের হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
ওহাইওতে বন্দুকধারীদের হামলা, নিহত ১০

ঢাকা: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওহাইওর ডেটনে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বহু লোক। টেক্সাস হামলার কয়েক ঘণ্টার ব্যবধানেই ওহাইওতে এ হামলার ঘটনা ঘটলো।

রোববার (০৪ আগস্ট) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, ডেটনের ওরিগন জেলার ইস্ট ফিফথ স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে বলা হচ্ছে, হামলাকারীকে নিয়ন্ত্রণ করতে পেরেছে পুলিশ। তবে তাকে আটক করা হয়েছে নাকি পুলিশের গুলিতে সেও নিহত হয়েছে, তা এখনও জানা যায়নি।

সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলটি পুরোপুরিভাবে ঘিরে রেখেছে পুলিশ।  

এ ঘটনার পেছনে একাধিক বন্দুকধারী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।

ইতোমধ্যে আহতদের হাসপাতালে নেওয়ার কাজ শুরু হয়েছে। স্থানীয় হাসপাতালগুলোকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।

এর আগে শনিবার (০৩ আগস্ট) স্থানীয় সময় বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো সিটির ওয়ালমার্ট সুপার সেন্টারে এক বন্দুকধারীর হামলায় ২০ জন নিহত ও অন্তত ২৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে প্যাট্রিক ক্রুসিয়াস (২১) নামে এক তরুণকে আটক করা হয়েছে।  

টেক্সাস হামলার কয়েক ঘণ্টার ব্যবধানেই ওহাইওতে ফের এ ধরনের হামলার ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯/আপডেট: ১৩৩০ ঘণ্টা
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।