ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীর ইস্যুতে সম্ভাব্য সব পদক্ষেপ নেবে পাকিস্তান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
কাশ্মীর ইস্যুতে সম্ভাব্য সব পদক্ষেপ নেবে পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়, ছবি: সংগৃহীত

ঢাকা: জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল করে দিতে ভারতের ঘোষণার পরপরই এ ইস্যুতে ‘হুমকি দিয়ে’ মুখ খুলেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, এ অবৈধ পদক্ষেপের মোকাবিলায় পাকিস্তান সম্ভাব্য সব বিকল্প ব্যবস্থা চর্চা করবে।

বড় একটি বিবৃতিতে এও বলা হয়, কাশ্মীরের ব্যাপারে পাকিস্তান তার অবিচল প্রতিশ্রুতি আবারও নিশ্চিত করবে।

সোমবার (০৫ আগস্ট) ভারতের সংসদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দেন, সংবিধান অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করা হবে।

এ হিসেবে ভারতের কেন্দ্রীয় শাসনের আওতায় চলে আসবে জম্মু ও কাশ্মীর। আর এর পরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ইস্যুতে সম্ভাব্য সব পথই অবলম্বন করা হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানায়।

আরও পড়ুন>> জম্মু ও কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিলের ঘোষণা

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।