ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ অস্ত্রাগারে দফায় দফায় বিস্ফোরণ, আহত ৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
রুশ অস্ত্রাগারে দফায় দফায় বিস্ফোরণ, আহত ৮ রুশ অস্ত্রাগারে দফায় দফায় বিস্ফোরণ, ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়ার একটি সামরিক ঘাঁটির অস্ত্রাগারে দফায় দফায় কয়েকটি বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। এতে এক সেনা সদস্যসহ আটজন আহত হয়েছেন। একইসঙ্গে এ কারণে দেশের সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম উৎপাদন প্ল্যান্টের কার্যক্রম স্থগিত করেছে উৎপাদক প্রতিষ্ঠান রাশাল।

সোমবার (০৫ আগস্ট) দেশটির সাইবেরিয়া অঞ্চলের অস্ত্রাগারে এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।

স্থানীয় একটি বার্তা সংস্থা বলছে, এ বিস্ফোরণের কারণে ঘটনাস্থলটির পাশের ক্রাশনুইয়ার্স্ক অঞ্চলের অচিনস্ক সিটির ১১ হাজার মানুষকে ইতোমধ্যেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমের একটি ছবিতে দেখা যাচ্ছে, বড় ধরনের বিস্ফোরণ থেকে আশপাশের আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।