ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে আবাসিক ভবনে আগুন, শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
দিল্লিতে আবাসিক ভবনে আগুন, শিশুসহ নিহত ৬ আগুনে পুড়ে কালো হয়ে গেছে ভবনটি/ সংগৃহীত ছবি

দিল্লিতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়ে ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে কর্তৃপক্ষের বরাতে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

জানা যায়, সোমবার (০৫ আগস্ট) স্থানীয় সময় দিনগত রাত ২টা নাগাদ দিল্লির দক্ষিণ-পূর্বাঞ্চলের জাকির নগর এলাকায় চারতলা একটি ভবনে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এ আগুনের সূত্রপাতের সময় ভবনের অধিকাংশ লোকজনই ঘুমিয়ে ছিলেন।

ঘটনাস্থল থেকে ২০ জনকে উদ্ধার করেছেন ফায়ারকর্মীরা। আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে অধিকাংশই আহত হয়েছেন। তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজন ফায়ারকর্মীও রয়েছেন।

আগুনে ভবনের নিচে থাকা সাতটি গাড়ি ও অন্তত ১৯টি মোটরসাইকেলও পুড়েছে।

হলি ফ্যামিলি হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. মালা জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ), কাউকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং একজন পেডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন।

অগ্নিকাণ্ডের ঘটনার পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এতে ক্ষতিগ্রস্ত পরিবারকে তার সরকার সাহায্য করবে বলে ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।