আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ওই ব্যক্তির নাম ক্লভিনো দা সিলভা। গত শনিবার (৩ আগস্ট) তিনি রিও ডি জেনিরো কারাগার থেকে পালানোর চেষ্টা করেন।
জানা যায়, ১৯ বছর বয়সী মেয়ে তার বাবাকে দেখতে কারাগারে গিয়েছিলেন। মেয়েকে ভেতরে রেখে তার পোশাক, মাথায় নকল চুল ও মুখে বিশেষ ধরনের মুখোশ পরে বের হতে চেয়েছিলেন ক্লভিনো। কিন্তু, শেষ পর্যন্ত কারারক্ষীদের নজর ফাঁকি দিতে পারেননি তিনি।
কর্মকর্তারা জানান, অতিরিক্ত নার্ভাস হয়ে পড়ায় তার আচরণে সন্দেহ হয় কারারক্ষীদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ধরা পড়ার পর একে একে নকল চুল, মুখোশ, চশমা ও পোশাক খুলে ফেলছেন এ কয়েদি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লভিনো দা সিলভা ‘রেড কমান্ড’ নামে ব্রাজিলের একটি শক্তিশালী সন্ত্রাসী সংগঠনের সদস্য। পালানোর ব্যর্থ চেষ্টা জেরে তাকে এবার আরও সুরক্ষিত কারাগারে স্থানান্তর করা হবে। আর এ প্রচেষ্টায় মেয়েটি বাবাকে সহযোগিতা করেছে কি-না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
একে