ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর আহ্বান মালালার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর আহ্বান মালালার মালালা ইউসুফজাই। ছবি: সংগৃহীত 

ঢাকা: ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনায় উদ্ভূত সংকটে ওই অঞ্চলের শিশু ও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের নোবেলজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। 
 

বৃহস্পতিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ জানান।

আরও পড়ুন> কাশ্মীরে শান্তি চায় সৌদি-মালয়েশিয়া

বিবৃতিতে মালালা বলেন, আমার শৈশবকালেও কাশ্মীরের মানুষ সঙ্কটে ছিল।

আমার বাবা-মা শিশু ছিলেন, দাদা-দাদী তরুণ ছিলেন, তখন থেকে তারা একই অবস্থায় বাস করছে।  

তিনি বলেন, আজ আমি কাশ্মীরি শিশু ও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। যেকোনো সহিংসতায় তারাই সবচেয়ে বেশি অরক্ষিত ও ক্ষতির শিকার।

আরও পড়ুন> ‘বিচ্ছিন্ন’ কাশ্মীরে বিক্ষোভ-পাথর নিক্ষেপ

এসময় জম্মু-কাশ্মীর অঞ্চলে শান্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের প্রতি অনুরোধ জানান সবচেয়ে কম বয়সে নোবেলজয়ী মালালা। মাত্র ২২ বছরে বয়সে নারীশিক্ষা ও মানবাধিকার বিষয়ে অবদান রাখায় তিনি এ পুরস্কার লাভ করেন।  

আরও পড়ুন> ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করলো পাকিস্তান

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯ 
এইচজে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।