ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

নিখোঁজ মেয়েকে খুঁজতে মায়ের কণ্ঠস্বর!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
নিখোঁজ মেয়েকে খুঁজতে মায়ের কণ্ঠস্বর! মায়ের কণ্ঠস্বর রেকর্ড করে লাউডস্পিকারে বাজানো হচ্ছে। ছবি: সংগৃহীত

ঢাকা: নিখোঁজ মানুষকে খুঁজতে মাইকিংয়ের প্রচলন বহু আগে থেকেই। তবে সে কাজে নতুনত্ব দেখিয়েছে মালয়েশিয়ার পুলিশ। জঙ্গলে নিখোঁজ এক কিশোরীকে খুঁজতে তার মায়ের কণ্ঠস্বর ব্যবহার করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত রোববার (৪ আগস্ট) মালয়েশিয়ার ডুসান রিসোর্ট এলাকা থেকে নিখোঁজ হয় নোরা কুইরিন নামে এক কিশোরী। পরিবারের দাবি, মেয়েটিকে অপহরণ করা হয়েছে।

তবে পুলিশের ধারণা, সে আশপাশেই কোথাও আছে। এজন্য মেয়েটিকে খোঁজার সময় মায়ের কণ্ঠস্বর রেকর্ড করে লাউডস্পিকারে বাজানো হচ্ছে।

জানা যায়, আইরিশ-ফরাসি দম্পতি মিভ ও সেবাস্তিয়ান নোরাসহ তাদের তিন ছেলে-মেয়েকে নিয়ে গত শনিবার (৩ আগস্ট) রিসোর্টটিতে পৌঁছান। কুয়ালালামপুর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণের ওই এলাকায় তাদের দুই সপ্তাহ থাকার কথা ছিল।

কিন্তু, পরের দিন সকাল থেকেই নোরাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার কক্ষের জানালা খোলা ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস জানায়, মেয়েটিকে খোঁজার সময় মা নোরাকে ডাকছে, এমন একটি অডিও টেপ বাজানো হয়। পুলিশ জানিয়েছে, পরিবারের অন্যদের কথাও রেকর্ড করা হচ্ছে। পুলিশ ছয়টি দলে ভাগ হয়ে প্রায় আড়াই বর্গমাইল এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।

নিখোঁজ নোরা কুইরিন।  ছবি: সংগৃহীত

নোরার স্বজনরা বিবিসি’কে বলেন, সে একা একা বের হয়ে গেছে এটা অচিন্তনীয়।  

তার দাদা জানান, নোরা খুবই লাজুক, গম্ভীর ও ভীতু প্রকৃতির মেয়ে। সে অ্যাডভেঞ্চারের জন্য পালিয়েছে, এটা যুক্তিসঙ্গত নয়।

নোরাকে খুঁজতে ইতোমধ্যে ৫৫ হাজার পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছে একটি অনলাইন পেজ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।