শুক্রবার (৯ আগস্ট) এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে বলে দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
নতুন করে শুরু হওয়া এ সংঘর্ষ দেশটিতে চার বছরের বেশি সময় ধরে চলা সহিংসতা বন্ধে জাতিসংঘের প্রচেষ্টাকে জটিলতার মুখে ফেলেছে।
গত সপ্তাহে আদেনে এক সামরিক প্যারেডে ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে নতুন করে এ সংঘর্ষের শুরু হয়েছে। ওই ঘটনায় বিচ্ছিন্নতাবাদীরা প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুরের মিত্র একটি ইসালামি দলকে দায়ী করেছে।
স্থানীয়রা জানায়, শুক্রবারের এ হামলায় নগরীর দক্ষিণাঞ্চলের আবাসিক এলাকায় একের পর এক শেল এসে পড়তে থাকে।
আদেনের স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান জানান, নতুন এ সংঘর্ষে গত তিনি দিনে ২৪ যোদ্ধা নিহত হয়েছেন। নিহতরা কোন পক্ষের এ ব্যাপারে তিনি কিছু জানাননি।
দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারের সহযোগী মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স জানায়, বৃহস্পতিবার রাত থেকে অস্ত্রোপচার হাসপাতালে তারা ৭৫ জনকে চিকিৎসা সেবা দিয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক লোকজন। তারা শেল হামলা বা অন্য অস্ত্রের আঘাতে আহত।
এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রী, সাধারণ নাগরিকদের সংঘর্ষস্থলের আশেপাশে না থেকে নিজেদের বাসা-বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছেন।
এদিকে আরেক ঘটনায় সানা শহরে ইরান সমর্থিত হুথি বাহিনীর নেতা আব্দেল-মালেক আল-হুথির ভাই ইব্রাহিম বদরউদ্দিন আল-হুথি নিহত হয়েছেন। ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল আগ্রাসন ও তাদের মিত্রপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্বাসঘাতকরা’ এ হত্যার সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছে এ বাহিনী।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এইচজে