শনিবার (১০ আগস্ট) নোরেব্রো এলাকার একটি অস্থায়ী পুলিশ স্টেশনের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে, এতে কেউ হতাহত হয়নি।
এর আগে, গত মঙ্গলবার (৬ আগস্ট) ড্যানিশ ট্যাক্স এজিন্সি অফিসের বাইরে হামলা চালানো হয়। এতে এক ব্যক্তি আহত হন। পুলিশের দাবি, এটি পরিকল্পিত হামলা ছিল।
তবে, এ দু’টি বিস্ফোরণের ভেতর কোনো যোগসূত্র আছে কি-না তা নিশ্চিত নয়।
ঘটনাস্থল থেকে কালো পোশাক পরা অবস্থায় পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে খোঁজা হচ্ছে। এ সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে তা পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।
মাত্র ৫৭ লাখ জনসংখ্যার দেশ ডেনমার্ক শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিখ্যাত। নরডিক দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা খুবই বিরল।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
একে