ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

তানজানিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে ৫৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
তানজানিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে ৫৭ জনের মৃত্যু জ্বলছে তেলের ট্যাংক, সামনে দাঁড়িয়ে লোকজন

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় জ্বালানি তেলের ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৫৭ জনের মৃত্যু ও কমপক্ষে ৬৫ জন আহত হয়েছেন। পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, জ্বালানিবাহী ট্যাংকারটি দুর্ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাইরে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে যান স্থানীয়রা। এসময় ট্যাংকারটি বিস্ফোরণ হলে এতো সংখ্যক মানুষের হতাহতের ঘটনা ঘটে।

বন্দর নগরী দার-এস সালাম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমের মরোগরো অঞ্চলে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে। বন্দর থেকে পরিবহনের মাধ্যমে জ্বালানি সরবরাহে এলাকাটি বেশ গুরুত্বপূর্ণ। বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

ডেনিয়েল গোগো নামের এক প্রতক্ষ্যদর্শী একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান, পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। অনেক লোক মারা গেছেন, ব্যস্ত সড়ক হওয়ায় যারা তেল চুরির জন্য আসেননি, মারা যাওয়াদের মধ্যে তারাও রয়েছেন।

গত মাসে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বিনিউ রাজ্যে একই ঘটনায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।