ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কারাগার থেকে মার্কিন ধনকুবের জেফরির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
কারাগার থেকে মার্কিন ধনকুবের জেফরির মরদেহ উদ্ধার

ঢাকা: মার্কিন বিনিয়োগকারী এবং ধনকুবের জেফরি এপস্টেইনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিউইয়র্কের একটি কারাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করছে কারা কর্তৃপক্ষ।

তবে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বিষয়টি তদন্ত করছে।    

৬৬ বছর বয়সী জেফরি এপস্টেইনকে গত জুলাইয়ে যৌনদাসী পাচার এবং যৌন ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়। তার জামিন আবেদন স্থগিত রাখা হয়েছিল।  

এক দশক আগেও তার বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছিল। বিচারিক দুর্বলতার কারণে সে সময় মাত্র ১৩ মাস কারাগারে থাকার পর বেরিয়ে যান জেফরি। ২০১৫ সালেও জেফরি যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন।  

সম্প্রতি মিয়ামি হেরাল্ড পত্রিকা সে সময়ে জেফরি এপস্টেইনের বিচার প্রক্রিয়া নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। মূলত এ প্রতিবেদনটি প্রকাশের পরই তার বিরুদ্ধে পুনরায় যৌন অপরাধের অভিযোগ এনে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯ 
আরকেআর/আরবি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।