ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
ফের কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী

ঢাকা: রাহুল গান্ধীর পদত্যাগের পর আবারও ভারতীয় কংগ্রেসের হাল ধরলেন সোনিয়া গান্ধী। শনিবার (১০ আগস্ট) দিনভর বৈঠক শেষে নতুন সভাপতি নির্ধারণ করতে না পেরে সোনিয়াকেই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত করা হয়। দুই বছর পর ছেলের পদত্যাগ করা পদে আবারো আসীন হলেন তিনি।

গত ২৫ মে মাসে রাহুল গান্ধী পদত্যাগের পর থেকে নেতৃত্বশূন্যতায় ছিল ভারতের ১৩৪ বছরের পুরোনো দলটি।  

১৯৯৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কংগ্রেসের দায়িত্বপালন করেছেন সোনিয়া।

সবশেষ পদত্যাগ করার আগে জানিয়েছিলেন, ‘নেতৃত্ব থেকে এটাই তার শেষ বিদায়’। তবে রাহুল গান্ধীও পদত্যাগ করার সময় বলেছিলেন, পরবর্তী সভাপতি যাতে গান্ধী পরিবারের বাইরে কাউকে নির্বাচিত করা হয়। অবশ্য এতে তার মা সোনিয়ারও সায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের ওয়ার্কিং কমিটি কংগ্রেসের বিকল্প নেতৃত্ব খুঁজে নিতে ব্যর্থ হলেন। ফের গান্ধী পরিবারের কাঁধে দিতে হলো দলের হাল।

সোনিয়া কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত গ্রহণ করেছেন।  

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।