গত কয়েকদিন ধরে বন্যায় ভাসছে ভারতের কেরালা, কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি এলাকা। মারা গেছেন অন্তত ৯৫ জন।
এরমধ্যেই ভারতজুড়ে প্রশংসিত হচ্ছে এক পুলিশ সদস্যের বাহাদুরি। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কনস্টেবল পৃথ্বীরাজসিং জাদেজা কোমর সমান বন্যার পানির মধ্যে দুই শিশুকে কাঁধে নিয়ে এগিয়ে যাচ্ছেন। এভাবে প্রায় দেড় কিলোমিটার হেঁটে তিনি শিশু দু’টিকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘটনাটি গুজরাটের মোরবি জেলার একটি গ্রামের।
পৃথ্বীরাজসিংয়ের এমন সাহসিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন অনেকে। এদের মধ্যে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি, সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষণ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাসহ সাধারণ মানুষজনও।
গুজরাটে অব্যাহত বৃষ্টিপাতে পানিবৃদ্ধির কারণে গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন। এ পর্যন্ত অন্তত ছয় হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
একে