ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

গরমে ফেটে চৌচির টেবিলের কাচ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
গরমে ফেটে চৌচির টেবিলের কাচ! টেবিলের ওপর ভেঙে পড়ে আছে কাচের টুকরো। ছবি: সংগৃহীত

ঢাকা: কোনো কিছুর আঘাতে বা হাত থেকে পড়ে কাচের জিনিস ভেঙে যাওয়াটা নতুন কিছু নয়। কিন্তু, আঘাতে নয়, হাত থেকে পড়েও নয়, কাচ যদি একা একাই ভেঙে পড়ে, তাহলে অবাক লাগারই কথা!

সম্প্রতি এ নিয়ে বিতর্ক তৈরি করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ছবি।

একটি টেবিলের ওপর ভাঙা কাচের ছবি রেডিটে শেয়ার করে এক ব্যক্তি দাবি করেছেন, এটি দুবাইয়ে সাম্প্রতিক তাপদাহের কারণে ফেটে চৌচির হয়ে গেছে।

পোস্টদাতার বক্তব্য অনুসারে, তিনি টেবিল থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ‘বুম’ জাতীয় একটি শব্দ শুনতে পান। ফিরে দেখেন, টেবিলের কাচ টুকরো টুকরো হয়ে পড়ে আছে।

ওই পোস্টের কমেন্টেই এক ব্যক্তি জানিয়েছেন, কাচের সঙ্গে নিকেল সালফাইড ব্যবহারের কারণে এটি ফেটে যেতে পারে।

কাচ নির্মাতা প্রতিষ্ঠান কাপলান ব্রাদার্সের মতে, এটি নিজে নিজেই ভেঙে যাওয়ার ঘটনা বিরল হলেও অসম্ভব নয়। উচ্চ তাপপাত্রায় কাচ ভেঙে পড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।