ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের কড়া সমালোচকদের মধ্যে একজন শাহ ফয়সাল। গত মঙ্গলবারই (১৩ আগস্ট) তিনি কাশ্মীরে গণআন্দোলনের আহ্বান জানিয়েছিলেন।
আরও পড়ুন> কাশ্মীরিদের জন্য ১ মাস আগেই প্রস্তুত হয় বিশেষ কারাগার
এক টুইবার্তায় ফয়সাল বলেন, কাশ্মীরের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের জন্য দীর্ঘ, টেকসই ও অহিংস রাজনৈতিক গণআন্দোলনের প্রয়োজন। ৩৭০ অনুচ্ছেদ বাতিলে মূলধারা শেষ হয়ে গেছে।
৩৫ বছর বয়সী এ নেতা বলেন, সংবিধানপন্থীরা চলে গেছে। সুতরাং এখন আপনি হয় দালাল, নাহয় বিচ্ছিন্নতাবাদী হতে পারেন। এতে কোনো লুকোচুরি নেই।
আরও পড়ুন> পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিমন্ত্রণ বাতিল করছে কাশ্মীরিরা!
এর আগে, গত জানুয়ারিতে এমবিবিএস পাস করা শাহ ফয়সাল কাশ্মীরিদের ওপর নির্যাতন প্রতিহতের আন্দোলনে যোগ দিতে সরকারি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) পরীক্ষায় শীর্ষস্থান লাভ করেছিলেন তিনি।
আরও পড়ুন> ছেলেকে বলেছি, ঈদে বাড়ি এসো না: কাশ্মীরি মা
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
একে