বুধবার (১৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়। সাহসিকতার জন্য অভিনন্দন এ পুরস্কার পেতে যাচ্ছেন।
খবরে বলা হয়, পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৬কে ভূপাতিত করেছিলেন অভিনন্দন। যদিও সে সময় পাকিস্তানের হাতে ধরা পড়ে গিয়েছিলেন তিনি। তিনদিন পরে তাকে ফেরত দেয় পাকিস্তান।
দেশে ফেরার পর অভিনন্দন ইতোমধ্যে সব ধরনের মেডিক্যাল টেস্ট সম্পন্ন করেছেন এবং আশা করা হচ্ছে কম সময়ের মধ্যে তিনি কর্মস্থলে যোগ দেবেন।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। এ হামলার পরে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) পাকিস্তানের অভ্যন্তরে এয়ারস্ট্রাইক করে। এর জেরে পাকিস্তান ফিরতি হামলা চালাতে এলে দেশটির একটি এফ-১৬ যুদ্ধবিমানকে ২৭ ফেব্রুয়ারি গুলি করে ভূপাতিত করেন অভিনন্দন বর্তমান। পরে পাকিস্তানের সেনাবাহিনীর হাতে ধরা পড়েন ভারতীয় বিমান বাহিনীর এ উইং কমান্ডার।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
এইচএডি/