বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে দক্ষিণ জাপানের হিরোশিমার নিকটবর্তী কুরে শহরে ক্রোসা মূল ভূ-খণ্ডে আঘাত হানে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ক্রোসা ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল উপকূল ধরে এগোচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, ভারী বাতাসে বড় বড় অনেক গাছ উপড়ে পড়ছে মাটিতে। কয়েকটি গাড়ি উল্টে পড়ে যাচ্ছে। একইসঙ্গে সমুদ্রপথের ফেরিগুলোরও একই অবস্থা।
কর্তৃপক্ষ বলছে, ক্রোসাকে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। তবে টাইফুন বিভাগের এক দশমিক নিচে আছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, বিগত দিনের চেয়ে এই ঝড় দুর্বলই আছে। তবে ঝড়টির কারণে প্রশান্ত মহাসাগরের উপকূলে প্রভাবিত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত, ভূমিধস ও বন্যার সতর্কতা রয়েছে। এছাড়া ঝড় ক্রোস জাপানের সাগরের উত্তর দিকে অগ্রসর হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, ঝড়ের কারণে উত্তাল নদীতে আটকে পড়েছিল ১৮ জন লোক। যাদের উদ্ধার করে নিরাপদে আনা হয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ।
দেশটির অগ্নিনির্বাপক ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ঝড়ের আঘাতে এখন পর্যন্ত চারজন আহত হয়েছেন বলে খবর পেয়েছি। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বাংলাদেশ সময়: ৯১৩৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
টিএ