বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ব্রিটিশ ভূখণ্ডের জিব্রাল্টারের সুপ্রিম কোর্ট 'গ্রেস-১' কে মুক্তি দেওয়ার অনুমোদন দিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, তারা আর এটি আটকে রাখতে চান না। তারা এখন সন্তুষ্ট যে, ইরানি ওই তেল ট্যাংকারটি আর সিরিয়ায় যাচ্ছে না।
এর আগে জিব্রাল্টার জানিয়েছিলেন যে, তারা ইরান এবং তেল মালিকদের কাছ থেকে আশ্বাস পেয়েছিল যে ট্যাংকারটি ছাড়া হলে তাদের মালামাল আর সিরিয়ায় নেওয়া হবে না। ফলে এতে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে না।
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় তেল পাচারের সন্দেহে ইরানি গ্রেস-১ তেলের জাহাজটি আটক ছিল ব্রিটিশ ভূখণ্ড জাবাল আল তারিক প্রণালীতে (জিব্রাল্টার)।
এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) ইরানের বন্দর এবং সমুদ্র বিষয়ক সংস্থার প্রধান জলিল এসলামি জানিয়েছিলেন সুপার ট্যাংকার গ্রেস-১ ফিরিয়ে আনতে তেহরান চেষ্টা চালাচ্ছে। এছাড়া তেল ট্যাংকার ফিরিয়ে দেওয়াসহ আটক ঈস্যুতে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে যে টানাপড়েন সৃষ্টি হয়েছে, তা নিরসনের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে ব্রিটেন। আমরা আশা করছি, শিগগির এ সমস্যার সমাধান হবে। একইসঙ্গে ইরানি পতাকাবাহী জাহাজগুলো সমুদ্রপথে নিয়মিত চলাচল করতে পারবে।
গত ০৪ জুলাই ২১ লাখ ব্যারেল তেল বহন করে নিয়ে যাওয়া গ্রেস-১ ট্যাংকারটি জিব্রাল্টার প্রণালীতে আটক করেছিল ব্রিটিশ নৌবাহিনী। পরে এর জেরে পারস্য উপসাগর থেকে ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকার ‘স্টেনা ইমপেরো’ আটক করে ইরানের বিপ্লবী বাহিনী। তখন থেকে দু’দেশের মধ্যে কূটনৈতিক তোলপাড় সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এইচএমএস/এএটি