শুক্রবার (১৬ আগস্ট) প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ২৫ কিলোমিটার দূরের ওই মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
আফগানিস্তান যুদ্ধের সমাপ্তি টানতে চলমান যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি আলোচনায় এ হামলা নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বোমা বিস্ফোরণকালে তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার ছোট ভাই হাফিজ আহমাদুল্লাহ নিহত হন। যদিও তখন হাইবাতুল্লাহ সেখানে ছিলেন না।
নাম প্রকাশ না করার শর্তে এক তালেবান নেতা বলেন, আমরা এক বোমা বিস্ফোরণে নেতা শেখ হাইবাতুল্লাহর ছোট ভাইকে হারিয়েছি। এ ঘটনায় আখুন্দজাদার ছেলেও আহত হয়েছেন বলে অপর এক সূত্র জানায়।
অন্যদিকে পাকিস্তানি পুলিশ নিহতদের কারও পরিচয় প্রকাশ করেনি।
কোয়েটা পুলিশপ্রধান আব্দুল রাজ্জাক বলেন, ইমামের চেয়ারের নিচে টাইম বোমা বসিয়ে ওই বিস্ফোরণ ঘটানো হয়।
বেলুচিস্তানে একাধিক বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র গোষ্ঠী সক্রিয় থাকলেও এ হামলার ব্যাপারে অনেকেই আফগান সরকারকে সন্দেহ করছে। কারণ, তালেবানকে নিঃশেষ করতে আফগান সরকার সর্বাত্মক লড়াইয়ে রয়েছে। যদিও এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে আফগান সরকার কোনো মন্তব্য করেনি।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এইচজে/এইচএ