শনিবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী হিজবুল্লাহর হুমকি আমলে নেওয়ার কিছু নেই বলে উল্লেখ করেন।
হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ খুব কম জনসমক্ষে আসেন।
২০০৬ সালে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহর মধ্যে মাসব্যাপী এক যুদ্ধ হয়। এতে ১২০০ লেবানিজ এবং সেনাসহ ১৬০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হন। ওই যুদ্ধের ত্রয়োদশ বার্ষিকীতে শুক্রবার (১৬ আগস্ট) ইসরায়েলকে হুমকি দিয়ে টেলিভিশনে এক বক্তব্য দেন নাসরাল্লাহ।
বক্তব্যে হিজবুল্লাহ প্রধান বলেন, ২০০৬ সালের যুদ্ধ আমাদের গ্রাম ও শহরগুলোতে সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ক্ষেত্রে হিজবুল্লাহকে সাহায্য করেছে। আবারও যদিও ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে অনুপ্রবেশ করে, তাহলে গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করে তাদের নিধনযজ্ঞ দেখানো হবে।
২০১৪ সালে লেবাননের সংবাদপত্র আল-আখবারে দেওয়া এক সাক্ষাতকারে নাসরাল্লাহ জানান যে, তিনি কোনো বাঙ্কারে লুকিয়ে থাকেন না। ২০০৬ সালের ওই যুদ্ধের পর থেকে নিরাপত্তার কারণে তাকে নিয়মিত নিজের অবস্থান বদলাতে হয়।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এইচজে/এইচএ