অবসরে যাওয়ার প্রায় তিন মাস আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সোমবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জেনারেল কামার জাভেদ বাজওয়াকে চিফ অব আর্মি স্টাফ হিসেবে আরো তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ মেয়াদ বাড়ানো হয়েছে বলে বিবৃতিতে যোগ করা হয়।
এদিকে পুলওয়ামাসহ কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সেনাবাহিনী বাজওয়ার নেতৃত্বে বলিষ্ট ভূমিকা রেখেছে বলে মনে করছেন দেশটির নীতিনির্ধারকরা।
২০১৬ সালের নভেম্বরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জেনারেল বাজওয়াকে চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ দেন।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
জেডএস