শহরটির পরিচ্ছন্নতা বিভাগের প্রধান মোহাম্মদ আলী আল কাবি জানিয়েছেন, এখন থেকে শারজাহতে কেউ বারান্দা থেকে ময়লা বাইরে ফেললে তাকে পাঁচশ’ দিরহাম (প্রায় ১১ হাজার টাকা) জরিমানা দিতে হবে।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসকে তিনি জানান, শহরের প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কিছু বেপরোয়া মানুষ আইন-কানুন মানতে চান না। শহরের বাসিন্দাদের কাছ থেকে প্রতিবেশীদের এমন খামখেয়ালি আচরণের বিষয়ে অসংখ্য অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে জরিমানার এ ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ।
বহুতল ভবনগুলোর সামনে জরিমানার বিষয়ে সতর্কতামূলক সাইনবোর্ড টানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
একে