ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ঢাকা: ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ উত্তর মেসিডোনিয়ার দক্ষিণাঞ্চলে ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এক বাংলাদেশি অভিবাসী (২০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই বাংলাদেশিসহ ১২ জন অভিবাসী।

শনিবার (২৪ আগস্ট) দেশটির পুলিশের বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার (২৩ আগস্ট) রাতে দেশটির দক্ষিণাঞ্চলে ডেমির কাপিজা শহরের কাছের একটি মহাসড়কে অভিবাসীবোঝাই একটি ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে বাংলাদেশি এক অভিবাসী প্রাণ হারান। এছাড়া আহত হয়েছেন ভ্যানে থাকা আরও দুই বাংলাদেশিসহ ১২ জন অভিবাসী।

সংঘর্ষের পরপরই ভ্যানটিতে আগুন ধরে যায়। পালিয়ে যায় ভ্যানটির চালকও।

ভ্যানটিতে থাকা ১৩ অভিবাসীর মধ্যে ১০ জন পাকিস্তানি ও তিনজন বাংলাদেশি নাগরিক। আহত ওই ১২ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের দেশটির রাজধানী স্কোপজের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে বাকি আটজনকে কাভাডার্সি শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ১৩ জন অভিবাসী পাচারকারীদের সহায়তায় গ্রিস থেকে অবৈধভাবে মেসিডোনিয়ায় প্রবেশ করেছে। তাদের মূল উদ্দেশ্য ছিল সার্বিয়া হয়ে ইউরোপে যাওয়া। যার জন্য তারা ওই পাচারকারীদের অর্থও দিয়েছে।

বাংলাদেশি সময়: ১১১৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।