সোমবার (২৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, উত্তর আফ্রিকার দেশটিতে গত জুলাই থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে। এতে ১৫টি রাজ্যের দুই লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় হোয়াইট নীল এলাকা। জাতিসংঘ জানিয়েছে, বন্যায় অন্তত ৩৭ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
অক্টোবর মাস জুড়েও বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকার সম্ভবনা রয়েছে। একারণে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
একে