ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘পূর্ণশক্তি’ সঞ্চয় করে ফ্লোরিডায় আঘাত হানবে ডোরিয়ান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
‘পূর্ণশক্তি’ সঞ্চয় করে ফ্লোরিডায় আঘাত হানবে ডোরিয়ান ধেয়ে আসছে হারিকেন ডোরিয়ান। ছবি: সংগৃহীত

ঢাকা: আটলান্টিকে সৃষ্ট সামুদ্রিক ঝড় হারিকেন ডোরিয়ান প্রথমে আঘাত হানবে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোয়। এরপর তা সাগরে ফিরে এসে শক্তি সঞ্চয় করে আগামী সোমবার (০২ সেপ্টেম্বর) নাগাদ ক্যাটাগরি-৪ এ রূপ নিয়ে ফ্লোরিডায় আঘাত হানবে।

শুক্রবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

নাসার একটি টুইটের বরাত দিয়ে খবরে বলা হয়, হারিকেন ডোরিয়ান দ্রুত উপকূলের দিকে ধেয়ে আসছে।

গতিপথে এটি প্রথমে পুয়ের্তো রিকোয় আঘাত হানার পর সাগরে ফিরে এসে শক্তি সঞ্চয় করবে। এরপর ডোরিয়ান ফ্লোরিডায় আঘাত হানবে। এরইমধ্যে রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার থেকে বলা হয়েছে, ঘণ্টায় বাতাসের গতিবেগ ১০৫ মাইল হওয়ার কারণে বর্তমানে এটি ক্যাটাগরি-২ আকারের হারিকেন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে উঠছে। শুক্রবারের মধ্যে পূর্ণশক্তির হারিকেনে রূপ নেবে। পরে তা ক্যাটাগরি-৪ হয়ে ফ্লোরিডায় আঘাত হানবে। এসময় বাতাসের গতিবেগ ১৩০ মাইল ছাড়িয়ে যেতে পারে।

এতে ভূমিধস, বন্যা দেখা দিতে পারে বলে জাতীয় হারিকেন সেন্টারের এক বার্তায় সতর্ক করে দেওয়া হয়েছে।

এর আগে হারিকেন ডোরিয়ান মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে সেখানকার গভর্নর রন ডিস্যান্টিস। রাজ্যের ২৬টি কাউন্টিতে এই জরুরি অবস্থা জারি করা হয়।

এর আগে ২০১৭ সালে একটি শক্তিশালী হারিকেনের আঘাতে তছনছ হয়ে যায় পুয়ের্তো রিকো। ওই হারিকেনে প্রায় ৩০০০ মানুষ নিহত হন। ধ্বংস হয়ে যায় বহু ঘরবাড়ি।  সেই ক্ষতি কাটিয়ে উঠতে এখনো তারা লড়াই করছে। এরমধ্যে হারিকেন ডোরিয়ান ধেয়ে আসার খবর নতুন করেছে শঙ্কা জাগিয়েছে দ্বীপরাষ্ট্রের বাসিন্দাদের মধ্যে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।