বুধবার (২৪ অক্টোবর) তিউনিসিয়ার আইনসভায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১৩ অক্টোবর দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ৭২ দশমিক ৭১ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন তিউনিস বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষক।
প্রফেসর কায়েস সাঈদকে বড় জয় এনে দেওয়ার মাধ্যমে তিউনিসিয়ার জনগণ দেশটির রাজনৈতিক অভিজাতদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার প্রতিক্রিয়ায় শক্ত একটি জবাব দিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে।
সংসদীয় রীতি তিউনিসিয়াও। এ অনুযায়ী প্রেসিডেন্ট পদটি আনুষ্ঠানিকতা মাত্র। নামমাত্র তিনি রাষ্ট্রপ্রধান।
তবুও ২০১১ সালের আরব বসন্তের বিপ্লবে টিকে থাকা একমাত্র দেশটিতে চলমান দুর্নীতি রোধ ও জীবনমানের উন্নয়নে রাজনীতিবিদদের ব্যর্থতায় জনগণ অরাজনৈতিক প্রফেসর কায়েস সাঈদকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে।
শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট সাঈদ দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এবি/টিএ