বৃহস্পতিবার (৩১ অক্টোবর) করাচি-রাওয়ালপিন্ডি যাতায়াত করা তেজগাম এক্সপ্রেসে সিলিন্ডার বিস্ফোরণে তিনটি বগিতে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম জানায়, হতাহতদের লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে নিহত যাত্রীদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। এছাড়া বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
রহিম ইয়ার খান জেলার ডেপুটি কমিশনার জামিল আহমদ জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারে কাজ শুরু করে দিয়েছে। এছাড়া হতাহতদের উদ্ধারের জন্য মুলতান থেকে সামরিক হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।
পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ আহমেদ জানান, সকালে ট্রেনে যাত্রীরা যখন নাস্তা করছিলেন তখন হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণে ট্রেনে আগুন লেগে যায়। জীবন বাঁচাতে অনেকেই ট্রেনের জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়েন।
পুড়ে যাওয়া তিনটি বগিই ইকোনমি ক্লাসের বলে জানান তিনি।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দেন তিনি।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯/আপডেট: ১২৩০ ঘণ্টা
এবি/এমএ