ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে গুলিতে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
কাশ্মীর সীমান্তে গুলিতে ভারতীয় সেনা নিহত ছবি: সংগৃহীত

কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা গুলি চালালে ওই জওয়ান নিহত হন।


জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি ছোড়েন।

গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের পুঞ্চ, বারামুল্লা ও কাঠুয়া সীমান্তে মর্টার হামলা চালায় পাকিস্তান। এতে অন্তত দু’জন আহত হয়েছেন বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।