মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানান, দেশটির পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের আলী শের জেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন বলে জানান তিনি।
কোনো গ্রুপই এ বোমা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার না করলেও রাহিমি তালেবানকে হামলার জন্য দায়ি করেন।
২০০১ সালে মার্কিন হামলায় আফগানিস্তানে তালেবান সরকারের পতন হলেও রাজধানী কাবুলের বাইরে বিশাল অঞ্চল তাদের নিয়ন্ত্রণে আছে। মার্কিন বাহিনীর পাশাপাশি আফগান সরকার ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তারা নিয়মিতই হামলা করে আসছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এবি