ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভ: প্রণব মুখার্জির মেয়ে আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভ: প্রণব মুখার্জির মেয়ে আটক ছবি: সংগৃহীত

ভারতে নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদে বিক্ষোভের সময় পুলিশের হাতে আটক হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে বিক্ষোভকালে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লি কংগ্রেসের নারী ইউনিটের প্রধান শর্মিষ্ঠা ছাড়াও এসময় অন্তত ৫০ নারীকে আটক করা হয়।

পরে এক টুইটে শর্মিষ্ঠা মুখার্জি জানান, তাদের মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এদিন ব্যাপক ধরপাকড় সত্ত্বেও চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে ভিম আর্মির নেতাকর্মীরা বিক্ষোভ করবেন বলে জানা গেছে। তারা জামে মসজিদ এলাকার সামনে জড়ো হয়ে জন্তর-মন্তরের দিকে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন। এ মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেবেন বলে জানানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিল্লিতে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। এর মধ্যে রয়েছেন বিরোধীদলীয় নেতা ডি রাজা, সীতারাম ইয়েচুরী, নীলোৎপল বসু, বৃন্দা করত, অজয় মাকেন, সন্দ্বীপ দিক্ষিত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।