ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হন্ডুরাসে কারাগারের দাঙ্গায় নিহত সংখ্যা বেড়ে ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
হন্ডুরাসে কারাগারের দাঙ্গায় নিহত সংখ্যা বেড়ে ১৮ কারাগারে দাঙ্গার ঘটনায় সতর্ক নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের কারাগারের দাঙ্গায় নিহত সংখ্যা বেড়ে ১৮ তে দাঁড়িয়েছে।

রাজধানী টেগুসিগ্যালপা থেকে ৭০ কিলোমিটার পূর্বে এল পরভেনির কারাগারে রোববার (২২ ডিসেম্বর) এ দাঙ্গার ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও ১০ জন কয়েদি আহত হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দেশটির ন্যাশনাল ইন্টার-ইন্সটিটিউশনাল সিকুউরিটি ফোর্সের মুখপাত্র লেফটেন্যান্ট জোসে কোয়েলো জানান, সংঘর্ষে আগ্নেয়াস্ত্র, ছুরি এবং ম্যাচেট ব্যবহার করা হয়।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) দেশটির বন্দরনগরী তেলার কারাগারে কয়েদিদের মধ্যে দাঙ্গায় ১৮ জন নিহত ও ১৬ জন আহত হয়।

নিহত কয়েদিদের মরদেহ সরিয়ে নেওয়া হচ্ছে।  ছবি: সংগৃহীতদেশটির প্রেসিডেন্ট জোয়ান অরল্যান্ডো হার্নানদেজের কারাগারের নিরাপত্তায় সামরিক বাহিনী ও পুলিশের হাতে হস্তান্তর করার পরপরই এ দুটি সহিংসতার ঘটনা ঘটলো।

১৪ ডিসেম্বরে হন্ডুরাসের সুরক্ষিত লা তোলভা কারাগারে পাঁচ কয়েদি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর তিনি এ আদেশ দেন।

দেশটির ২৭টি কারাগারে বর্তমানে ২২ হাজারের বেশি কয়েদি আছেন। ধারনক্ষমতার অতিরিক্ত কয়েদি এবং এ কয়েদিদের ওপর নিয়ন্ত্রণ নিয়ে দেশটির কারাগারগুলোতে প্রায়ই দাঙ্গার ঘটনা ঘটে।

এদিকে দেশটির সামরিক বাহিনী ও পুলিশের প্রধানরা জানান, কারাগারের নিয়ন্ত্রণ নিতে সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যদের বাধা দিতেই এ দাঙ্গার ঘটনা ঘটানো হয়েছে।

হন্ডুরাসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, তারা সতর্কতার সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। একইসঙ্গে তারা হন্ডুরাসের সরকারকে জীবনের নিরাপত্তার নিশ্চয়তা এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে বিষয়টির যথাযথ ও কার্যকর তদন্তের আহ্বান জানান।

মাদক, সন্ত্রাস ও দুর্নীতিসহ বিভিন্ন অপরাধে জর্জরিত দেশ হন্ডুরাস।  

অপরাধপ্রবণতা ও দারিদ্র্যের কারণে দেশটি থেকে প্রতি বছর বিপুল লোক ভিন্ন দেশে অভিবাসন করে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।