গুজরাটে নাগরিকত্ব আইনের পক্ষে বিজেপির এক র্যালিতে তিনি ওই বক্তব্য দেন। নাগরিকত্ব আইনের পক্ষে মঙ্গলবার গুজরাটে ৬২টি ব়্যালি হয়
আহমেদাবাদের ব়্যালিতে রুপানি বলেন, ‘মুসলমানদের জন্য বিশ্বে ১৫০টি দেশ রয়েছে।
তিনি দাবি করেন, ভারতে মুসলমানরা সম্মানের সঙ্গে বসবাস করার সুযোগ পান। তাদের জনসংখ্যাও বেড়েছে।
নাগরিকত্ব আইনের পক্ষে গুজরাটের মুখ্যমন্ত্রী বলেন, ‘পাকিস্তানে হিন্দুদের হার ২২ থেকে ৩ শতাংশে নেমে গেছে। সেখানে তাদের ওপর অত্যাচার করা হয়েছে, সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। বহু আগে তাই সেদেশ থেকে হিন্দুরা ভারতে চলে এসেছিল। কিন্তু, নাগরিকত্ব না মেলায় তারা সব সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন না। ’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এজে