ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

টিকটক তারকার সঙ্গে পাকিস্তানি মন্ত্রীর ভিডিওচ্যাট ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
টিকটক তারকার সঙ্গে পাকিস্তানি মন্ত্রীর ভিডিওচ্যাট ফাঁস

পাকিস্তানের সোশ্যাল মিডিয়া সেনসেশন টিকটক তারকা হারিম শাহের সঙ্গে দেশটির রেলমন্ত্রী শেখ রাশিদের ভিডিওচ্যাট ফাঁস হয়েছে। এতে নতুন বিতর্কে জড়ালেন পাকিস্তানের এ মন্ত্রী।

ভিডিওটি শনিবার (২৮ ডিসেম্বর) ভাইরাল হওয়ার পর থেকে সমালোচনা চলছে তার।

ইন্টারনেটে এ ভিডিও পোস্ট হওয়ার পর থেকেই এটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

হারিম শাহ টুইটারে একটি ভিডিও পোস্ট করে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি সবসময় আপত্তিকর ছবি পাঠাতেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হারিম বলছেন, আমি কি আপনার কোনো গোপন রহস্য ফাঁস করেছি? জবাবে মন্ত্রী ‘তোমার যা ইচ্ছে করতে পারো’ বলে কল কেটে দেন।

যদিও এরকম ঘটনা এটিই প্রথম নয়। এ বছরেই দুজনের একটি সেলফি ভাইরাল হয়। যা নিয়েও নিন্দার ঝড় বয়ে যায় পাকিস্তানজুড়ে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।