ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর বাসভবনের কাছে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
নরেন্দ্র মোদীর বাসভবনের কাছে আগুন

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের কাছে আগুন লেগেছে বলে জানা গেছে। এই আগুন নিয়ন্ত্রণে স্থানীয় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।

সোমবার  (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে একটি শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লাগেনি।

৯, লোক কল্যাণ মার্গে আগুন লেগেছে। শর্ট সার্কিটের জেরে আগুন লাগে। এই এলাকাটি লোক কল্যাণ মার্গ কমপ্লেক্সের এসপিজি রিসেপশন হিসেবে চিহ্নিত। এছাড়া আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

ঘটনাস্থলটি নরেন্দ্র মোদীর বাসভবনের কাছেই বলে জানা গেছে। এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতজুড়ে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।