ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বছরের প্রথমদিন জন্ম সংখ্যায় রেকর্ড গড়লো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
বছরের প্রথমদিন জন্ম সংখ্যায় রেকর্ড গড়লো ভারত ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রথমদিনই ভারতে জন্ম নিয়েছে ৬৭ হাজার ৩৮৫টি শিশু, যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

ইউনিসেফের হিসাবে, গত ১ জানুয়ারি বিশ্বে জন্ম নিয়েছে অন্তত ৩ লাখ ৯২ হাজার ৭৮টি শিশু, এর ১৭ শতাংশই জন্মেছে ভারতে। আর মাত্র সাতটি দেশেই জন্মেছে বিশ্বের অর্ধেক শিশু।

 

বছরের প্রথমদিন চীনে ৪৬ হাজার ২৯৯, নাইজেরিয়ায় ২৬ হাজার ৩৯, পাকিস্তানে ৬ হাজার ৭৮৭, ইন্দোনেশিয়ায় ১৩ হাজার ২০, যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৪৫২, কঙ্গোতে ১০ হাজার ২৪৭ ও ইথিওপিয়ায় জন্ম নিয়েছে ৮ হাজার ৪৯৩টি শিশু।  

জানা যায়, ২০১৮ সালে ২৫ লাখ শিশু জন্মের পর প্রথম মাসেই মারা গেছে, এর মধ্যে এক-তৃতীয়াংশই প্রাণ হারিয়েছে জন্মের প্রথমদিন। এছাড়া ২৫ লাখ শিশুর জন্ম হয়েছে মৃত অবস্থায়।

গত বছরের জুন মাসে জাতিসংঘের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৭ সালের মধ্যেই জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত। ২০১৭ সালের হিসাবে দেশটির জনসংখ্যা প্রায় ১৩৩ কোটি।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।