বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্থানীয় সময় ভোররাত সাড়ে ৪টায় আফগান সীমান্তবর্তী প্রদেশের সাঙ্গান এলাকায় ওই ভূ-কম্পন অনুভূত হয়। দেশটির ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে।
এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় ইরানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটে। ইরানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয় ৮৫৬ খ্রিস্টাব্দে। এতে প্রায় ২ লাখ মানুষ প্রাণ হারায়।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এইচজে