ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বর্ষবরণের মাতলামি: থাইল্যান্ডে ৩ হাজার দুর্ঘটনায় নিহত ৩১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
বর্ষবরণের মাতলামি: থাইল্যান্ডে ৩ হাজার দুর্ঘটনায় নিহত ৩১৭

নতুন বছরকে স্বাগত জানাতে প্রায় প্রত্যেকেরই থাকে নিজস্ব পরিকল্পনা। থাকে নানা আয়োজন। এগুলো বাস্তবায়ন করতে গিয়েই বাধছে নানা গোলমাল। নুতন বছরে নতুন অভিজ্ঞতার খোঁজে বের হয়ে অনেকেই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছেন থাইল্যান্ডে।

দেশটিতে বর্ষবরণের সপ্তাহে সড়কে ঘটেছে ৩ হাজার ৭৬টি দুর্ঘটনা। এতে আহত হয়েছেন ৩ হাজার ১৬০ জন।

আর প্রাণ হারিয়েছেন ৩১৭ জন। অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে মাতাল অবস্থায় গাড়ি চালানোর কারণে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ব্যাংকক পোস্ট এ তথ্য জানায়।

দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী সংসাক তংশ্রী বলেন, জানুয়ারির প্রথম দিনেই ঘটেছে ৫৪৭টি দুর্ঘটনা। নিহত হয়েছেন ৫৫ জন। আর আহত হয়েছেন আরও ৫৭৭ জন। মাতাল অবস্থায় গাড়ি চালানোর কারণে ৩৯ শতাংশ আর মাত্রাতিরিক্ত গতির কারণে ঘটেছে ২৮ শতাংশ দুর্ঘটনা। ডিসেম্বরের ২৭ তারিখ থেকে ১ জানুয়ারি পর্যন্ত ৩ হাজার ৭৬টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ১৬০ জন। এতে প্রাণ হারিয়েছেন ৩১৭ জন।

২০১৯ এবং চলতি বছরের পরিসংখ্যান।

এসময়ের মধ্যে দেশটির সংক্লা প্রদেশে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। এখানে হওয়া ৯৫টি দু্র্ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ জন।

এর আগে ২০১৯ সালে বর্ষবরণের সপ্তাহে দেশটিতে ৩ হাজার ৪২২টি দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ৪১৯ জন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।