ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দাবানল নিয়ন্ত্রণে ৩ হাজার সেনা মোতায়েন করছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
দাবানল নিয়ন্ত্রণে ৩ হাজার সেনা মোতায়েন করছে অস্ট্রেলিয়া পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু করেছে অস্ট্রেলিয়ান নেভি। ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। এ পরিস্থিতি মোকাবিলায় তিন হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে দেশটি। এ ধরনের ঘটনা দেশটির ইতিহাসে এই প্রথম।

শনিবার (৪ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, শনিবার এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা দিয়েছেন, দাবানল পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে তিন হাজার সেনা মোতায়েন করা হবে।

এছাড়া, চারটি পানি-ছিটানো প্লেনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।  

এসময় মরিসন বলেন, আমরা দেখছি, দুর্যোগ বেড়ে ভয়াবহ এক পর্যায়ে পৌঁছে গেছে।

প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস বলেন, দুর্যোগ মোকাবিলায় সেনা মোতায়েনের ঘটনা অস্ট্রেলিয়ার ইতিহাসে এ প্রথম ঘটেছে।

এদিকে, তাপমাত্রা ক্রমশ বাড়ছে অস্ট্রেলিয়ায়। দেশটির সব স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। সেই সঙ্গে বইছে প্রবল ঝড়ো হাওয়া। শনিবার দেশটির জন্য ‘বিপজ্জনক দিন’ হতে যাচ্ছে বলে হুঁশিয়ারি জানিয়েছে সংশ্লিষ্টরা।

সেপ্টেম্বর থেকে দাবানলে এ পর্যন্ত অন্তত ২৩ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। এছাড়া, পুড়ে গেছে ১৫শ’ বসতবাড়ি।

ভিক্টোরিয়া রাজ্যে রাতারাতি তিন স্থানে আগুন লেগে গেছে, যা ছয় হাজার হেক্টর এলাকাজুড়ে জ্বলছে। এ রাজ্যের বেশকিছু অঞ্চলে বসবাসরত এক লাখ মানুষকে দাবানল এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে; জারি রয়েছে জরুরি অবস্থা।  ২১ ব্যক্তি নিখোঁজ রয়েছে এ রাজ্যে।  

দক্ষিণ উপকূলসহ বেশকিছু এলাকার মানুষকে ওই জায়গায়ই নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। কারণ দাবানল ঘিরে ফেলেছে চারদিক, ইতোমধ্যে অন্য স্থানে যাওয়ার সময় শেষ হয়ে গেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) ভিক্টোরিয়ার ম্যালকুটা নগর থেকে এক হাজার পর্যটক ও স্থানীয় বাসিন্দাকে উদ্ধার করেছে অস্ট্রেলিয়ান নৌবাহিনী। দাবানলের কারণে ফোনলাইন বিচ্ছিন্ন রয়েছে অনেক অঞ্চলে, ব্যাহত হচ্ছে যোগাযোগ।

সাউথ অস্ট্রেলিয়া রাজ্যের ক্যাঙ্গারু আইল্যান্ডে মারা গেছেন দু’জন। দাবানলে পুড়ে গেছে এ দ্বীপের অনেকাংশ। এছাড়া, নিউ সাউথ ওয়েলস রাজ্যের একশ’রও বেশি স্থানে জ্বলছে আগুন; জারি রয়েছে জরুরি অবস্থা। উপকূলবর্তী এলাকা ছাড়তে বলা হয়েছে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের। আগুন নেভাতে কাজ করছেন তিন হাজার দমকলকর্মী।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার দাবানলে এলাকা ছাড়ছে মানুষ, এ পর্যন্ত নিহত ১৮
>> অস্ট্রেলিয়ার দাবানলে পুড়ে মরলো ৫০ কোটি প্রাণী!

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এফএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।