সোমবার (০৬ জানুয়ারি) তেহরানে সোলেমানির জানাজায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ট্রাম্প ইরানি ও ইরাকি জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলেন, কিন্তু এ মৃত্যুর ঘটনায় দুই জাতির মধ্যে বন্ধন আরও শক্তিশালী হয়েছে।
জয়নাব সোলেমানি বলেন, আমার বাবার মৃত্যু আমেরিকা ও ইসরাইলের জন্য অন্ধকার দিন নিয়ে এসেছে।
এর আগে রোববার (০৫ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে জয়নাব সোলেমানি জানান, তার বাবার মৃত্যু তাদের নিরাশ করবে না এবং শেষ পর্যন্ত তারা প্রতিশোধ নিয়ে ছাড়বেন।
এসময় তিনি লেবাননের শিয়া সশস্ত্র দল হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে সালাম জানিয়ে বলেন, আমি নিশ্চিত তিনি আমার বাবার হত্যার প্রতিশোধ নেবেন।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এবি