ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আগুনে ঘি ঢেলেছেন জেএনইউ ভিসি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
আগুনে ঘি ঢেলেছেন জেএনইউ ভিসি! জেএনইউতে হামলার প্রতিবাদে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) রাতের অন্ধকারে মুখোশধারীদের হামলার ঘটনায় শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য (ভিসি) মামিদালা জগদেশ কুমার। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ‘বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়’ বলে রীতিমতো আগুনে ঘি ঢেলেছেন তিনি। তাকে ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

সোমবার (৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জেএনইউটিএ) নেতারা ভিসির পদত্যাগ চেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও শিক্ষার পদ্ধতিকে কৌতুক বানিয়ে ফেলেছেন বলেও অভিযোগ করেছেন তারা।

এ নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে চিঠিও দিয়েছে জেএনইউটিএ।

এছাড়া, বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংগঠনের অভিযোগ, ফি বাড়িয়ে ভিসি উচ্চশিক্ষাকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যেতে চান, যেন বেসরকারিকরণ সহজ হয়। গত আড়াই মাস ধরেই এ নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা।  

সমালোচনা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ সময়ে ভিসির ভূমিকা নিয়েও। উদ্ভূত পরিস্থিতি নিয়স্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠকেও অংশ নেননি তিনি।

আরও পড়ুন> নেহেরু বিশ্ববিদ্যালয়ে মুখোশধারী হামলা, ক্ষোভে ফুঁসছে ভারত

এর আগে, রোববার রাতে জেএনইউ ক্যাম্পাসে ঢুকে হামলা চালায় সশস্ত্র মুখোশধারীরা। তারা হোস্টেলের প্রতিটি রুমে ঢুকে সেখানে অবস্থানরতদের মারধর করে। এসময় ১২ শিক্ষকসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ হামলায় সরকারপন্থি ছাত্র সংগঠন এভিবিপি’কে দায়ী করা হচ্ছে। হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় থেকে তাদের সহযোগিতা করেছে বলেও অভিযোগ উঠেছে।

জেএনইউয়ে ছাত্র-শিক্ষকদের ওপর নৃশংস হামলার অভিযোগে রোববার রাত থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের বিভিন্ন প্রান্ত।

ভুক্তভোগী জেএনইউ শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে ও দোষীদের সাজার দাবিতে রাতে মোমবাতি মিছিল করেছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। তাৎক্ষণিক বিক্ষোভ করেছেন হায়দ্রাবাদের শিক্ষার্থীরাও। পুনেতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শেষরাতে বিক্ষোভ করেছেন।  

এ ঘটনায় দিল্লিতে পুলিশ সদর দপ্তরের বাইরেও বিক্ষোভ করেছেন শত শত মানুষ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।