ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

আমাদের মধ্যেই হয়তো ঘোরাফেরা করছে অ্যালিয়েন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
আমাদের মধ্যেই হয়তো ঘোরাফেরা করছে অ্যালিয়েন! ড. হেলেন শেরম্যান

প্রথম নভোচারী ব্রিটিশ নাগরিক ড. হেলেন শেরম্যান বলেছেন, অ্যালিয়েনের প্রকৃতই অস্তিত্ব আছে। হয়তো আমাদের মধ্যেই তারা ঘোরাফেরা করছে।

সম্প্রতি ব্রিটিশ ম্যাগাজিন অবজারাভারের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে তিনি বলেন, অ্যালিয়েনের অস্তিত্ব সম্পর্কে কোনো সম্ভাবনা-অসম্ভাবনার দোলাচল নেই।

বিলিয়ন বিলিয়ন নক্ষত্রে বিভিন্ন প্রজাতির অসংখ্য প্রাণের অস্তিত্বের নিশ্চয়তা সম্পর্কে জানান তিনি।

ড. শেরম্যান প্রথম ব্রিটিশ নাগরিক হিসেবে ১৯৯১ সালে মহাকাশ অভিযানে যান।

৫৬ বছর বয়সী ব্রিটিশ এ রসায়নবিদ ও নভোচারী বলেন, অ্যালিয়েনরা হয়তো মানুষের মতো কার্বন ও নাইট্রোজেনে তৈরি নয়। তবে তারা এখানেই উপস্থিত আছে। কিন্তু আমরা তাদের দেখতে পারছিনা।

১৯৯১ সালের মে মাসে সোভিয়েত স্পেস স্টেশন ‘মির’এ ভ্রমণ করে প্রথম ব্রিটিশ নভোচারী হিসেবে নিজের অবস্থান করে নেন।

বর্তমানে লন্ডনের ইমপিরিয়াল কলেজে কর্মরত আছেন তিনি।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।