ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনের রাস্তায় প্রেমিকের সঙ্গে ওবামাকন্যা মালিয়া!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
লন্ডনের রাস্তায় প্রেমিকের সঙ্গে ওবামাকন্যা মালিয়া!

লন্ডনে ব্রিটিশ প্রেমিকের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া ওবামার ক্রিসমাসের ছুটি কাটানোর খবর চাউর হয়েছে সংবাদমাধ্যমে। 

সম্প্রতি লন্ডনের উপশহরে ধনকুবের ররি ফারকুয়েরসনের সঙ্গে ছুটি কাটাতে দেখা যায় মালিয়াকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, এবারের ক্রিসমাসে ইসলিংটন উপশহরের পানশালায়, রেস্তোরাঁয় প্রেমিক ররির সঙ্গে দারুণ সময় কাটাতে দেখা যায় মালিয়াকে। ইসলিংটনেই ফারকুয়েরসন পরিবারের প্রায় ২১ কোটি টাকা মূল্যের বাড়ি আছে বলে জানায় ডেইলি মেইল।   

খবরে বলা হয়, নিরাপত্তার তেমন ধার না ধেরেই ইসলংটনের রাস্তাঘাটে ঘুরে বেড়ান মালিয়া-ররি। হাসি-আনন্দে ছুটির দিনগুলো কাটাতে দেখা যায় তাদের।

ইসলিংটনের রাস্তায় মালিয়া ওবামা।  ছবি- সংগৃহীত  

মালিয়া ও ররি দুজনই ২১ বছর বয়সী। ইসলিংটনে ক্রিসমাসের ছুটি কাটানো শেষে এ জুটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিরে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তারা দুজনই হার্ভার্ডের শিক্ষার্থী।  

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক মালিয়া-ররির। এর আগেও বিভিন্ন সময়ে তাদের অন্তরঙ্গ নানান মুহূর্তের সংবাদ চাউর হয় সংবাদমাধ্যমে।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।