শনিবার (১১ জানুয়ারি) কাবুলের ন্যাটোর পরিচালিত রেজুলেট সাপোর্ট মিশনের বিবৃতির বরাত দিয়ে তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে জানানো হয়, মার্কিন বাহিনীর একটি সামরিক যান রাস্তা দিয়ে চলার সময় ওই রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে আফগানিস্তানে তালেবানের মুখপাত্র কারী ইউসুফ আহমাদি হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, হামলায় গাড়িতে থাকা সব মার্কিন সেনা নিহত হয়েছে।
সম্প্রতি আফগানিস্তানের হেরাত প্রদেশে মার্কিন বিমান হামলায় তালেবান নেতা মোল্লা নাঙ্গালাই নিহত হন। ধারণা করা হচ্ছে, এ হত্যার প্রতিশোধ নিতেই তালেবান এ হামলা চালিয়েছে।
২০১৯ সালে আফগানিস্তানে তালেবান হামলায় মার্কিন সামরিক বাহিনীর ২৩ সদস্য নিহত হন।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এবি