ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার মন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এবার করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার মন্ত্রী 

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবা থেকে যেন কারো রক্ষা নেই। সাধারণ মানুষ থেকে শুরু করে আপাত সুরক্ষিত জীবনযাপন করা সমাজের উঁচুতলার মানুষ, এমনকি সরকারি আমলা-মন্ত্রীরাও ব্যাপক ছোঁয়াচে এ ভাইরাস থেকে রেহাই পাচ্ছে না। এবারে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডটনও এ ভাইরাসের কবলে পড়েছেন বলে নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ তথ্য নিশ্চিত করেন পিটার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 

শুক্রবার সকালে গলাব্যথা ও জ্বর নিয়ে তার ঘুম ভাঙে। দ্রুত কুইন্সল্যান্ড হাস্পাতালের স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করে পরীক্ষা করা হলে করোনা ভাইরাস পজিটিভ আসে বলে জানান পিটার।  

টুইটারে তিনি লেখেন, আজ সকালে গলাব্যথা ও জ্বর নিয়ে আমার ঘুম ভাঙে। পরামরশ অনুসারে বর্তমানে আমি কুইন্সল্যান্ড হাসপাতালেই ভর্তি। এখন ভালো আছি।  

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ১৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে কুইন্সল্যান্ডে বসবাসকারী মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসনও রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে বিশ্বের ১১৮টি দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজারেরও বেশি। মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৮৩ জনের।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।