ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: ইতালির দুর্দিনে পাশে দাঁড়ালো ভুক্তভোগী সেই চীনই 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
করোনা: ইতালির দুর্দিনে পাশে দাঁড়ালো ভুক্তভোগী সেই চীনই 

করোনায় পর্যুদস্ত সারা বিশ্ব। গত বছরের শেষভাগে চীনের হুবেই প্রদেশ থেকে শুরু হয় করোনার থাবা বিস্তার। ক্রমে তা ছড়িয়ে পড়ছে বিশ্বের আনাচেকানাচে। এখন পর্যন্ত এতে সবচেয়ে বেশি মৃত্যু আর আক্রান্তও দেখেছে চীনই। মৃত্যুর মিছিলে এরপরেই আছে ইউরোপের দেশ ইতালি। এদিকে চীন এরই মধ্যে করোনাকে অনেকটা বাগে পেলেও, কূলকিনারা পাচ্ছে না ইতালি। প্রতিটি দিন যেন প্রতিযোগিতায় নেমেছে আগের দিনের মৃতের সংখ্যাকে ছাড়িয়ে যেতে। 

এ পরিস্থিতিতে ইতালিকে ভরসা দিতে পাশে এসে দাঁড়িয়েছে করোনার সবচেয়ে বড় ভুক্তভোগী সেই চীনই। বৃহস্পতিবার (১২ মার্চ) করোনা মোকাবিলায় সাহায্যের জন্য ইতালিতে পৌঁছেছে ৯ সদস্য বিশিষ্ট চীনের একটি বিশেষজ্ঞ দল।

শুধু তাই নয়, দলটি সঙ্গে করে নিয়ে গেছে মাস্ক, শ্বাসযন্ত্রসহ ৩০ টন মেডিক্যাল সরঞ্জামও।  
 
শুক্রবার (১৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

চীনা বিশেষজ্ঞ দলের পৌঁছানোকে স্বাগত জানিয়ে ইতালির রেড ক্রসের প্রধান ফ্রান্সেসকো রোকা বলেন, এই ব্যাপক দুর্যোগের সময়, এই কঠিন পরিস্থিতিতে এই মেডিক্যাল সরঞ্জামগুলো আমাদের জন্য বিপুল ত্রাণসহায়তা। এ সরঞ্জাম দিয়ে কিছুটা চাহিদা মেটানো যাবে, আর সেটাও গুরুত্বপূর্ণ।  

‘এ মুহূর্তে এই মাস্কগুলো আমাদের ভীষণ দরকার ছিল। আমাদের শ্বাসযন্ত্রও দরকার। এগুলো আমরা সরকারকে দেবো। এগুলো আমাদের দেশের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।