ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে ইরানে মৃত আরও ১১৩, বিশ্বজুড়ে ৬০৬৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
করোনা ভাইরাসে ইরানে মৃত আরও ১১৩, বিশ্বজুড়ে ৬০৬৮ ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস রোগে (কোভিড-১৯) ইরানে গত ২৪ ঘণ্টায় আরও ১১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে এ রোগে মৃতের সংখ্যা ছয় হাজার ছাড়ালো।

রোববার (১৫ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

করোনা ভাইরাসের উৎসস্থল চীনে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমলেও বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

শনিবার (১৪ মার্চ) চীনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ জন।

অপরদিকে, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এদিন ইরানে মারা গেছেন ১১৩ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৭২৪। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০৯ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা মোট ১৩ হাজার ৯৩৮।

এদিকে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৫ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা ১ হাজার ৪৪১। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১৫৭ জন।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০১ জন এবং মারা গেছেন ৬ হাজার ৬৮ জন।

বিশ্বের ১৫৬টি দেশ ও অঞ্চলে এ রোগটি ছড়িয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।