ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাস: ফিলিপাইনে বন্ধ হলো শেয়ারবাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
করোনা ভাইরাস: ফিলিপাইনে বন্ধ হলো শেয়ারবাজার ছবি: সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ফিলিপাইন স্টক এক্সচেঞ্জ। ফিলিপাইনে অর্থ ও বন্ড লেনদেনসহ শেয়ারবাজারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

মঙ্গলবার কর্মচারী এবং বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে ফিলিপাইন স্টক এক্সচেঞ্জ।

করোনা ভাইরাসের ঝুঁকি থেকে বিনিয়োগকারীদের রক্ষা করতে প্রথম কোনো দেশ শেয়ারবাজার বন্ধ করে দিলো।

শেয়ারবাজারে দরপতন হওয়ায় কয়েকজন বিনিয়োগকারী লেনদেন বন্ধ করে দেওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবরুদ্ধ ফিলিপাইনে স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হলেও ধারণা করা হচ্ছে পরবর্তীকালে আরও দেশ এ পথ অনুসরণ করতে পারে।

অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনোমিক্স জানায়, আগেই বলা হয়েছিল শেয়ারের দর অভূতপূর্ব গতিতে কমতে থাকা অব্যাহত থাকলে শেয়ারবাজার বন্ধ হয়ে যেতে পারে।

সোমবার (১৬ মার্চ) ফিলিপাইন স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে আট শতাংশ। মার্চ মাসজুড়ে সূচক কমেছে ২০ শতাংশ, যা ২০০৮ সালের অক্টোবর মাসের পর সর্বনিম্ন।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।