ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জনসচেতনতায় ‘করোনা হেলমেটে’ রাস্তায় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
জনসচেতনতায় ‘করোনা হেলমেটে’ রাস্তায় পুলিশ

বিশ্বজুড়েই বাড়ছে নভেল করোনা ভাইরাসে আক্রন্তের সংখ্যা। এর মাঝে মৃত্যুর সংখ্যাও বেড়েই চলেছে হু হু করে। এরপরও যেন সচেতন হচ্ছে না মানুষ। সামাজিক দূরত্ব বজায় রাখা থেকে শুরু করে স্বাস্থ্য শিষ্টাচারও মেনে চলছে না তারা। 

এবার মানুষকে সচেতন করে তুলতে এক অভিনব পন্থায় রাস্তায় নেমেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের পুলিশ। রাজ্যের রাজধানী চেন্নাইয়ের সড়কে ‘করোনা হেলমেট’ মাথায় নেমেছেন পুলিশ সদস্যরা।

এতেও যদি মানুষের মধ্যে হুঁশ আসে!

রোববার (২৯ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিনব এই কায়দায় ‘করোনা হেলমেট’ তৈরি করেছেন রাজ্যের এক শিল্পী।  

হেলমেট পড়ে রাস্তায় মানুষকে সচেতন করে চলেছেন চেন্নাই পুলিশের কর্মকর্তা গৌতম। তিনি বলেন, বিশ্বে ক্রমশ বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। ভারতেও এর ছোবল লেগেছে।  

‘এ অবস্থায় সরকার লকডাউন করেছে। কিন্তু এরপরও জীবনের ঝুঁকি নিয়ে মানুষ পথে নামছে। কাউকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। তাই বাধ্য হয়েই এই পন্থা আবিষ্কার করেছি। তাদের এই কাজে সহযোগিতা করেছেন স্থানীয় এক শিল্পী। ’

‘করোনা হেলমেট’ তৈরির বিষয়ে তিনি বলেন, একটি ভাঙা হেলমেট আর কিছু কাগজ। এ দিয়ে শিল্পী আমায় বানিয়ে দিয়েছেন বিশেষ হেলমেট। শুধু এটি নয়, বাকি সহকর্মীদের জন্যও অনেকগুলো প্ল্যাকার্ড বানিয়েছি। যা দিয়ে মানুষকে সচেতন করে চলেছেন তারা।  

আরেক পুলিশ কর্মকর্তা রাজেশ বলছেন,  তাদের অভিনব এই কায়দা মানুষ গ্রহণ করেছে। তারা সচেতনও হচ্ছে। আমাদের এই হেলমেট পরে হাঁটতে দেখে শিশুরা, যাত্রীরা বেশ ভয় পাচ্ছেন। দেখলেই রাস্তা ছেড়ে বাড়িতে ঢুকে পড়ছেন। এটাই আমাদের কাছে আশার আলো।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।