ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় মৃত্যুহীন মাস পার করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫০, মে ১৫, ২০২০
করোনায় মৃত্যুহীন মাস পার করলো চীন ছবি: সংগৃহীত

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়ে মহামারি রূপ নেয় করোনা ভাইরাস। তবে দেশটি অপেক্ষাকৃত দ্রুতই ভাইরাসটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গত একমাসে করোনা ভাইরাসে কোনো মৃত্যুর খবর দেয়নি চীন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন শুক্রবার (১৫ মে) চারজন কোভিড-১৯ রোগী শনাক্তের খবর জানায়। শনাক্ত রোগীদের সবাই দেশটির উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশের অধিবাসী।

সম্প্রতি এ প্রদেশটিতে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। তবে গত একমাসে এ রোগে কারো মৃত্যুর খবর দেয়নি চীন। সর্বশেষ ১৪ এপ্রিল একজনের মৃত্যুর খবর দিয়েছিল দেশটি।

চীনে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৮২ হাজার ৯৩৩ এবং তাদের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মে ১৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।