ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় যুক্তরাজ্যে এপ্রিল পর্যন্ত বেকার ২১ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মে ১৯, ২০২০
করোনায় যুক্তরাজ্যে এপ্রিল পর্যন্ত বেকার ২১ লাখ

করোনা ভাইরাসে নাস্তানাবুদ সারা বিশ্ব। কেবল মৃত্যুর মিছিল নয় করোনা ভেঙে দিয়েছে বৈশ্বিক অর্থনীতিও। যুক্তরাজ্যেও এর ব্যত্যয় ঘটেনি। করোনা মহামারিতে লকডাউনের ফলে দেশটিতে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত ২১ লাখ মানুষ বেকার হয়ে পড়েছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (১৯ মে) যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

খবরে বলা হয়, জরিপে দেখা গেছে, পুরো এপ্রিল জুড়ে লকডাউন চলার ফলে যুক্তরাজ্যে বেকার ভাতার দাবি তোলা মানুষের সংখ্যা অনেক বেড়েছে।

 

জাতীয় পরিসংখ্যান বিভাগ (ওএনএস) জানায়, এপ্রিলে নতুন করে ৮ লাখ ৫৬ হাজারেরও বেশি মানুষ কর্মহীনতার কারণে বেকার ভাতার দাবি জানিয়েছেন। এর মধ্য দিয়ে এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্যে এমন দাবি তোলা মানুষের সংখ্যা প্রায় ২১ লাখ।  
ওএনএস আরও জানায়, জানুয়ারি-মার্চ সময়কালে ব্রিটেনে বেকারত্বের হার বেড়ে ৩.৯ শতাংশে গিয়ে দাঁড়ায়।  

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মে ১৯, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।